শিরোনাম
টিসিবি এর পণ্য বিতরন সর্ম্পকে।
বিস্তারিত
এতদ্বারা বনগাঁও ইউনিয়নের টিসিবি কার্ডধারীদের জানানো যাইতেছেযে, আগামী২৯/০৭/২০২৩ ইং রোজ শনিবার এবং ৩০/০৭/২০২৩ ইং রোজ রবিবার সকাল ৯ ঘটিকা হতে টিসিবি এর পণ্য বিতরন করা হবে। এ প্যাকেজ এর আওতায় দুই কেজি সয়াবিন তেল, দুই কেজি মুসরির ডাল এবং পাঁচ কেজি চাল সর্বমোট ৪৭০ টাকায় বিতরন করা হবে।